প্রোডাক্টটি ইউএসএ থেকে আমদানিকৃত ভালো রেজাল্ট এর জন্য আপনাকে এটি দুই বেলা করে ব্যবহার করতে হবে। প্রতিবার ব্যবহার এর পর মিনিমাম চার ঘন্টা রাখতে হবে। রাখার পর ওয়াশ করে ফেলতে হবে।
এটি কোন যাদুর পানি না যে আপনি আজকে থেকে ব্যবহার শুরু করলেন। ১ সাপ্তাহ পর ফলাফল চাইবেন। ফলাফল এর জন্য আপনাকে অবশ্যই দুই মাস ধৈর্য্য সহকারে ব্যবহার করতে হবে
পন্যটি ব্যবহারের জন্য আপনি একটি ড্রপার পাবেন
এটি কালার কিছুটা হলুদ বা পানি যে কোন টা হতে পারে।
এর মধ্যে কিছুটা অ্যালকোহলিক গন্ধ থাকতে পারে এবং নাও থাকতে পারে।
এই প্রোডাক্টটি কখনও গ্যারান্টি দেওয়া হয়েনা যে এটা ১০০% কাজ করবে।
প্রোডাক্টটি প্রতিটি লট এ কিছুনা কিছু বদলানো হয়। সুতরাং এটি আপনার পূর্বের ব্যবহার করা প্রোডাক্টটের সাথে কালার, গন্ধ, স্টিকারের নিচে তারিখ, প্রোডাক্টটের নিচে গর্ত এই গুলোর সাথে নাও মিলতে পারে।
প্রোডাক্টটি যেহেতু বক্স আকারে আসে যেখানে ছয় মাসের সরবরাহ থাকে সেখান থেকে আপনাকে এক মাসের সরবরাহ দেওয়া হয় সুতরাং এক মাসের সরবরাহে আপনাকে কোন বক্স দেওয়া হবেনা।
এক মাসের সরবরাহে আপনার সন্দেহ থাকলে আপনি পুরো বক্স ওর্ডার করূন
ইউটিউব এ রিভিউ দেখে এই প্রোডাক্ট কেনা থেকে বিরত থাকার অনুরোধ রইলো। কারন ইউটিউব ভিডিও দেখে এই প্রোডাক্টটের অরিজিনালিটি নির্নয় করার কোন সুযোগ নেই। কারন প্রতিটি লট উৎপাদনে কোম্পানি থেকে কিছু বিষয় বদলানো হয়
ভালো রেজাল্ট এর জন্য এটার পাশাপাশি ডার্মারোলার এবং বায়োটিন খেতে পারেন